আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত
অর্থের অভাবে বন্ধ হচ্ছে লেখাপড়া এমন শিক্ষার্থীদের অনুদান দিচ্ছে সরকার
লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে এমন সন্তানদের জন্য অনুদান নিয়ে আসছে সরকার। এজন্য অনলাইনে আবেদন করার আহবান জানানো হয়েছ।
এটুআই প্রজেক্টের বরাত দিয়ে জানানো হয়েছে,অর্থের অভাবে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, সেজন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিচ্ছে সরকার। অনুদান পেতে আবেদন করো ’মাইগভ-আমার সরকার’ থেকে।
আবেদন করতে ভিজিট করো www.mygov.bd
সরাসরি আবেদনের লিঙ্ক https://www.mygov.bd/services/form?id=BDGS-1611115830
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৩
এটুআই প্রজেক্ট দেখভাল করঁছে অনুদানের বিষয়টি।