সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভা
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি, সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বই হাতে তোলে দিচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন তিনি। প্রধান মন্ত্রীর সুযোগ্য নেতৃত্বেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার এবং শিক্ষাসংশ্লিষ্টরা একসাথে মিলে কাজ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের ভালো শিক্ষা প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অর্জন চারিদিকে ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য ইকলাল আহমদকে নির্বাচিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক সদস্য রিপন চন্দ্র সাহা, মো. হাবিবুর রহমান, অভিভাবক সদস্য সামছুল আবেদিন, রফিক আহমদ, আরব আলী, মো. আব্দুস শহিদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিলারা বেগম, শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ, সদস্য সচিব ও সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক শামসুর রহমান, সুমন কুমার নন্দী, সেলিম উদ্দিন, মুহাম্মদ আবুল কাশেম, সত্যেন্দ্র কুমার মন্ডল, প্রভাষক মাহবুব আলম, আব্দুল মুক্তার, তাহমিনা বেগম, রহমত আলী, চন্দন কুমার প্রামানিক, সহকারী শিক্ষক হোছনা বেগম, সাজনা বেগম, তাহমিনা আক্তার শিপা, মাহফুজা আক্তার, অফিস সহকারী আব্দুল বাছিত, হাবিবুর রহমান, সুরভী আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি