গুয়াতেমালার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত আবিদার পরিচয়পত্র পেশ
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেইয়ের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
সোমবার (১৭ এপ্রিল) এক টুইট বার্তায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ তথ্য জানান।
রাষ্ট্রদূত আবিদা জানান, গত শুক্রবার (১৪ এপ্রিল) গুয়াতেমালার প্রেসিডেন্ট হাউজে দেশটির প্রেসিডেন্টের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছি।
ওই দিন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ছাড়াও আরও পাঁচ দেশের দূতরা গুয়াতেমালার প্রেসিডেন্টের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।
আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সমদূরবর্তী দায়িত্ব হিসেবে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি প্রায় সাড়ে তিন বছর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (আমেরিকা অনুবিভাগ) দায়িত্ব পালন করছেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। তিনি লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন।