বিদায়ী বছরে দেশের সড়কগুলোতে চিরবিদায় নিলেন ৭৯০২ জন !

বিদায়ী বছরে দেশের সড়কগুলোতে চিরবিদায় নিলেন ৭৯০২ জন !

বাংলাদেশে সড়ক পথে যেনো মড়ক লেগেই আছে। এমন কোন দিন বা রাত্রি নেই, যে দিন বা রাত সড়কে হাড়ি দূর্ঘটনা ঘটছে না। দেশের অলি-গলি, ছোট-বড়, মাঝারি বা রাজপথ সবখানেই সড়কে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। প্রতি বছর দূর্ঘটনা বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় বিদায়ী বছরে দেশের সড়কগুলোতে চিরবিদায় নিলেন ৭৯০২ জন।  উক্ত নিহতদের সাথে আহত হলেন আরও প্রায় ১০ হাজার ৩৭২ জন। বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ২৬১টি। উপরোক্ত পরিসংখ্যান বিভিন্ন পত্র-পত্রিকার সূত্র থেকে পাওয়া।  খবর পত্রিকায় আসেনি এরকম আরও আহত বা নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। 

যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে,  দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন- যাদের মধ্যে ১৬ জন সেনা সদস্য, ৪০ জন পুলিশ সদস্য, ১ জন র‌্যাব সদস্য, ৭ জন বিজিবি সদস্য, ৩ জন নৌবাহিনীর সদস্য, ৩ জন আনসার সদস্য, ২ জন ফায়ার সার্ভিস সদস্য, ১ জন এনএসআই সদস্য। এ ছাড়া রয়েছেন ১৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১৫ জন সাংবাদিক, ৬৪৭ জন নারী, ৪৬৬ জন শিশু, ৪১৬ জন শিক্ষার্থী, ৮১ জন শিক্ষক, ১ হাজার ৫২৬ জন চালক, ২৬০ জন পরিবহন শ্রমিক, ৮ জন প্রকৌশলী, ৭ জন আইনজীবী, ৭৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ২২ জন চিকিৎসক। 
মোট দুর্ঘটনার ৫২.৮৩ শতাংশ পথচারীকে গাড়িচাপা, ২০.৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৪.২৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১১.৪ শতাংশ বিবিধ কারণে, ০.২৭ শতাংশ যানবাহনের চাকায় ওড়না পেঁচিয়ে এবং ০.৬৮ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

নিচে বিভাগওয়ারী সড়ক দুর্ঘটনার একটা তথ্য দেওয়া হলো:

সিলেট বিভাগে ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৪০৩ জন নিহত ও ৯২৬ জন আহত হয়েছেন। 
ময়মনসিংহ বিভাগে ৪১৮টি সড়ক দুর্ঘটনায় ৪৬৪ নিহত ও ৬৬৫ জন আহত হয়েছেন।
রাজশাহী বিভাগে ৭৮৮টি সড়ক দুর্ঘটনায় ৭৯৩ জন নিহত ও ১ হাজার ১৬৮ জন আহত হয়েছেন।
রংপুর বিভাগে ৫৬৯টি সড়ক দুর্ঘটনায় ৬২৬ জন নিহত ও ৮৬৮ জন আহত হয়েছেন।

সড়ক পথে ৬ হাজার ২৬১টি দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত ও ১০ হাজার ৩৭২ জন আহত হয়েছেন।
রেলপথে ৫০২টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছেন। 
নৌ-পথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত ও ১০৯ জন নিখোঁজ রয়েছেন। 
একই সময়ে ২ হাজার ৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ১৫২ জন নিহত ও ১ হাজার ৩৩৯ জন আহত হয়েছেন।