সিরিয়ায় ইসরাইলের মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় মিসাইল হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি থেকে ২২২২ জিএমটিতে আবাসিক এলাকাসহ দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে। এতে প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। পরে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম।
সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসেছে এবং সেগুলো রাজধানী দামেস্কের কয়েকটি এলাকার বেসরকারি ভবনে আঘাত হানে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে ওই সূত্র দাবি করে।