১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পাচ্ছেন কুয়েত প্রবাসীরা

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পাচ্ছেন কুয়েত প্রবাসীরা

কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা পেতে যাচ্ছে। ১৪ মে মিসিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হবে। সোমবার (৮ মে) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (ইংলিশ ভার্সন) অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে। চলতি বছরের ২২ মার্চ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। ই-পাসপোর্ট ফরমে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।

আবেদনের বর্তমান অবস্থা যাচাই: আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য ই-পাসপোর্ট পোর্টালে (www.epassport.gov.bd) 'স্ট্যাটাস চেক লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবে। 

এছাড়াও শিগগিরই পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। অফিস চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময়ে পাসপোর্ট সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে এবং দুপুর ২টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়ে পাসপোর্ট ডেলিভারি প্রদান করার লক্ষ্যে শিপ গ্রহণ করা হবে।

ই-পাসপোর্ট সেবা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা কার্যক্রম সীমিত থাকবে। ফলে ই-পাসপোর্ট প্রত্যাশী ব্যক্তিকে এনআইডি/অনলাইন জন্ম নিবন্ধন সনদ সংগ্রহে রাখার জন্য অনুরোধ জানান।