১৪ দলীয় জোট, নৌকা প্রতীকে করবে ভোট
আওয়ামী লীগের শরীক ১৪ দলীয় জোট, নৌকা প্রতীকে এবার করবে ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা ১০ ডিসেম্বর রবিবার রাতে বৈঠকে করেছেন। তবে বৈঠক শেষ হলেও আসন ভাগাভাগি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
আওয়ামী লীগের উপদেষ্টা এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মন্জু প্রমুখ।
রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জোট আছে, থাকবে। আসন নিয়ে আলোচনা করা হলেও কোন আসন কাকে দেয়া হবে ঠিক হয়নি। আগের চেয়ে শরিকদের আসন সংখ্যা কম হতে পারে।
হাসানুল হক ইনু গণমাধ্যমকে জানান, ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তিনি জানান, আসন ভাগাভাগি নিয়ে নিয়ে দুই-এক দিনের মধ্যেই সমাধান আসবে।
নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, শরিকজোটে আগে আসন সংখ্যা যা ছিল সেটা এবার কম হতে পারে। শরিকদের লম্বা লিষ্ট ছোট করা হয়েছে। জনপ্রিয়তা দেখে আসন দেওয়া হয়েছে, কোথায় কে জিততে পারবে সেটা গুরুত্ব দিয়ে আসন ভাগাভাগি হবে।
বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আটজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ছয় আসনে ছাড়ের কথা বলা হচ্ছে। যদিও শরিকরা আরও বেশি আসন দাবি করছেন। তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।