সিলেটে ২য় বারের মতো তেলের খনির সন্ধান লাভ

সিলেটে ২য় বারের মতো তেলের খনির সন্ধান লাভ

বাংলাদেশের ‘পূণ্যভূমি সিলেট’ জেলায় দ্বিতীয়বারের মতো জ্বালানী তেলের সন্ধান পাওয়া গেছে। ১০ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে ১০নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই জ্বালানী তেলের খনির সন্ধান পাওয়া গেছে। এই তেল ক্ষেত্রটি সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত। 

১৯৮৬ সালে সিলেটের হরিপুরে প্রথমবারের মতো তেলের সন্ধান মিলেছিল। সেখান থেকে পাঁচ বছর তেল উত্তোলন করা হয়। 

 প্রথমে প্রতি ঘণ্টায় যে প্রেশার তাতে ৩৫ ব্যারেল তেল উঠছে। প্রথম দিন দুই ঘণ্টা ৭০ ব্যারেল তেল উঠেছে। আপাতত এখন বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কত বড় এই খনি এবং কী পরিমাণ তেল এখান থেকে পাওয়া যেতে পারে তা নিশ্চিত হতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে বলে তিনি জানান। 

জানা গেছে,  যদি ২৫৪০ ও ২৪৬০ মিটার গভীরে একযোগে উৎপাদন করা হয় তাহলে এটি আট থেকে ১০ বছর স্থায়ী হবে। আর ২০ মিলিয়ন ঘনফুটে তেল উৎপাদন করা হলে তা ১৫ বছরের বেশি টিকে থাকবে। আর এর গড় মূল্য হবে প্রায় ৮৫০০ কোটি টাকা। উল্লেখ্য, বাংলাদেশে বছরে চাহিদা ৬ মিলিয়ন তেলের।