বাংলাদেশের সবচেয়ে বড় জেলা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে পাশ করলেন দীপংকর তালুকদার
বাংলাদেশের ‘সবচেয়ে বড় জেলা’ পার্বত্য রাঙামাটি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে পুনরায় এমপি হলেন দীপংকর তালুকদার।
দীপংকর তালুকদার ভোট পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ‘ছড়ি’ প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ এবং তৃণমূল বিএনপির ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট। রাঙামাটি আসনে এবার নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৩টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪।
দীপংকর তালুকদার ১৯৫২ সালের ১২ ডিসেম্বর পার্বত্য রাঙ্গামাটি জেলার চম্পকনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হেমন্ত প্রসাদ তালুকদার ও মাতার নাম বিদুৎপ্রভা তালুকদার। তিনি শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।দীপংকর ব্যক্তিগত জীবনে বিটা তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দীপংকর তালুকদার ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭২-৭৩ মেয়াদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩-৭৪ মেয়াদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি উক্ত জেলা শাখার সভাপতি নির্বাচিত হন ও বর্তমানে এ দায়িত্ব পালন করছেন।
দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ৪৯২২১ ভোট পেয়ে প্রথমবারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৯৬, ২০০৮ এবং সর্বশেষ ২০১৮ সালে আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।