দক্ষিণ সুরমায় যুবক হত্যার দায়ে এক আসামী ৫ দিনের রিমান্ডে

দক্ষিণ সুরমায় যুবক হত্যার দায়ে এক আসামী ৫ দিনের রিমান্ডে

সিলেটের জালালাবাদ থানার বসন্তপুরে সাজ্জাদ আলী(৩৫) খুনের ঘটনায় একজনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. শাহাজাহান (৩৯) চট্টগ্রাম জেলার লক্ষীপুর সদর থানার রাজাপুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার খসরু মিয়ার কলোনিতে ভাড়াটে থাকতেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ শাহাজাহানকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিজ্ঞ বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে সিলেট রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এই খুনের ঘটনায় সাজ্জাদ আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই খুনিদের গ্রেফতারে তৎপর ছিলো দক্ষিণ সুরমা থানাপুলিশ। অবশেষে শুক্রবার সন্ধ্যায় সিলেট রেল স্টেশন এলাকা থেকে ‘ঘাতক’ শাহাজাহান গ্রেফতার করে পুলিশ।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এস.আই মোহাম্মদ জালাল উদ্দিন জানান পাওনা টাকার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

গত ২০ ফেব্রুয়ারি সকালে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদ আলীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার জানান, বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহাজাহান বলেছেন, পাওনা টাকার জন্য সাজ্জাদকে খুন করা হয়েছে।

এ ঘটনায় শাহাজাহান ছাড়াও আরো কয়েকজন জড়িত আছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আর শাহাজাহানের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।