নির্বাচনে গেছে যারা, চিরকাল মীরজাফর ও দালাল তারা

নির্বাচনে গেছে  যারা, চিরকাল মীরজাফর ও দালাল তারা

জাতীয় সংসদ নির্বাচনে গেছে যারা, চিরকাল মীরজাফর ও দালাল তারা । দেশে যা হচ্ছে এটা নির্বাচন নয়, জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোড ও এলিফ্যান্ট রোডে অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব মন্তব্য করেন। 

রিজভী বলেন, বর্তমান সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। তিনি বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই দিন বিকালে রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌর সভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুলকে বিনা কারণে ২৭ নভেম্বর গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনে এবং বন্দি থাকা অবস্থায় কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে অসুস্থ হয়ে বুধবার তিনি বিনা চিকিৎসায় মৃত্য্যুবরণ করেন। এই মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

রিজভী আরও বলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর  রহমান শহীদকে বিনা কারণে গ্রেপ্তার করে গায়েবি মামলায় আসামি করার খবর শুনে তার বৃদ্ধ পিতা মো. ইউনুছ আলী গাজী (৭০) বুধবার রাত ১০টায়  স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। রিজভী বলেন,  জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ পর্যন্ত ৩৮৩টি মামলায় আসামি করা হয় ৪১ হাজার ৮৮১ জনকে। এর মধ্যে গ্রেপ্তার করা হয় ১০ হাজার ৫৫৫ জনকে।