বাংলাদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত হলেন অনেকে দিয়ে লম্ফ

বাংলাদেশে শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে সারা দেশের প্রায় সব জেলায় অনুভূত হয়  ভূমিকম্প। এতে ভয়ে ও আতঙ্কে কুমিল্লা ও ঢাকায় আহত হলেন অনেকে দিয়ে লম্ফ।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৮। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৫। এ ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও।

ইউএসজিএস বলছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের আবহাওয়া অফিসও একই তথ্য জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক পোশাক কর্মী আহত হয়েছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাবির সূর্যসেন হল থেকে লাফিয়ে পড়ে মো. মিনহাজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্প হলে সূর্যসেন হলের ২য় তলা থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসক জানান, মিনহাজুরের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে। তাকে ভর্তি করানো হয়েছে।