রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ১০
রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী বকুলতলা এলে পুলিশ বাধা দেয়।
এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও ফাঁকা গুলি করে। বিএনপি নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।