রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ১০

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ১০

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী বকুলতলা এলে পুলিশ বাধা দেয়।


এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও ফাঁকা গুলি করে। বিএনপি নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।