লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের কাউন্সিল সভা ও স্কাউটস দিবস উদযাপন

লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের কাউন্সিল সভা ও স্কাউটস দিবস উদযাপন

লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা ও বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন সম্পন্ন হয়েছে I  


গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক  মিজান রাহমান এর সঞ্চালনায়  ও সিলেট রেলওয়ে জেলা স্কাউটস এর সম্পাদক আনিছুর রহমান সরকার এহিয়ার সভাপতিত্বে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট  গ্রুপ নির্বাহী কমিটি গঠন করা হয়।  

কাউন্সিল সভায়  বিগত তিন বছরের প্রতিবেদন, গ্রুপের  আয়-ব্যয়ের রিপোর্ট, আগামী ২০২৩-২৬ অর্থ বছরের আয়-ব্যয়ের সম্ভাব্য বাজেট, ত্রৈবার্ষিক পরিকল্পনা ও বিবিধ বিষয়গুলো নিয়ে রিপোর্ট পেশ করেন গ্রুপ স্কাউট লিডার এর মিজান রাহমান। 


সভায় কাউন্সিলরগনের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য স্কাউট ব্যক্তিত্ব বাবুল আহমদ কে সভাপতি ও মিজান রাহমান কে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়। 


৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত হামদ-নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

এছাড়া গ্রুপ স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কাব,  স্কাউট ও রোভার শাখায় কৃতি স্কাউটদের বর্ষসেরা এওয়ার্ড ও প্রেসিডেন্টস স্কাউট এওয়ার্ড প্রাপ্ত স্কাউট ফাহাদ ইবনে সুলতান কে সংবর্ধনা প্রদান করা হয়। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৩ নং কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্টা সদস্য মোঃ মুহিবুল ইসলাম আজাদ, উপদেষ্টা সদস্য নবাব আলী বাকর খান হাসনাইন।

এ সময় উপস্থিত ছিলেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কাউট শিক্ষক মখলিছুর রহমান, সিলেট রেলওয়ে জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান, নোবেল একাডেমির অধ্যক্ষ আব্দুর রহমান, স্কাউট ব্যক্তিত্ত্ব মাহবুব রুবেল, শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর ইউনিট লিডার সাইফুল ইসলাম, গ্রুপের স্কাউট ইউনিট লিডার আলমগীর সিদ্দিক,  আল মাছুম কাওছার, কাব লিডার শিপন রবি দাস,  মেহেদী হাসান শাওন, কাব লিডার মাসুদা আক্তার কলি,  সিনিয়র রোভার মেট মুন্না তালুকদার, রোভার মোঃ মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে ইফতার ও দোয়া মাহফিলে ১৫০ জন  স্কাউটসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি