টেমস নদী থেকে ভারতীয় ছাত্রের লাশ উদ্ধার !
পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ সংলগ্ন টেমস নদী থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ২১ নভেম্বর ভারতীয় এক ছাত্রের লাশ উদ্ধার করে এবং প্যারামেডিক্স তাকে মৃত ঘোষণা করে।।
গত ১৭ নভেম্বর ছাত্রটি নিখোঁজ হন। নিখোঁজ হবার চারদিন পর, ২১ শে নভেম্বর পুলিশ ক্যানারি ওয়ার্ফ থেকে পানিতে তার মৃতদেহ উদ্ধার করে।
ওই ছাত্র গত সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পড়াশোনার জন্য এসেছিলেন। ভারতীয় ওই ছাত্রের নাম মিতকুমার প্যাটেল । তার বয়স ২৩ বছর।