শিশু একাডেমির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ শিশু একাডেমির দুটি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো-সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৩ জন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৪ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সব কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি, সাম্প্রতিক তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয়, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা-১০০০ এ মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।