ইমরান খানের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গত ১১ মে আদালতের নির্দেশে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পাওয়ার পর লাহোরের নিজ বাসভবন জামান পার্কে ওঠেন ইমরান।
গতকাল বুধবার (১৭ মে) তার বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইমরান দাবি করেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এজন্য তার বাড়িতে যে কোনো সময় পুলিশ কথিত অভিযান চালাতে পারে। এর একদিন পর জামান পার্কের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে পাক সংবাদমাধ্যম দ্য ডনের সাংবাদিক ওয়াসিম রিয়াজ জানিয়েছেন, ইমরানের বাড়ির ভেতর কোনো অভিযান চালানোর ইঙ্গিত দেখা যায়নি। এ নিয়ে পুলিশের কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে জামান পার্কের সামনে অল্প সংখ্যক পুলিশ সদস্যই মোতায়েন আছেন।
তবে জেল রোড থেকে যে রাস্তাটি ইমরানের বাড়ির দিকে গেছে সেটি যানজটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
সাংবাদিক ওয়াসিম রিয়াজের তোলা ভিডিওতে দেখা যায়, জামান পার্কের আশপাশের রাস্তাগুলো জনমানবহীন। রাস্তার এক জায়গায় একটি কনটেইনার রাখা হয়েছে। অপরদিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।
এদিকে পাকিস্তানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশটির ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ৬০ জন আইনপ্রণেতা।
মার্কিন আইনপ্রণেতাদের লেখা এ চিঠি টুইটারে প্রকাশ করেছে পাকিস্তান-আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রীকে আইনপ্রণেতারা বলেছেন, তিনি ফোন, সফর এবং বিবৃতিসহ যেসব কূটনৈতিক পন্থা ব্যবহার করতে পারবেন তার সবই যেন করেন। এর মাধ্যমে পাকিস্তানে গণতান্ত্রিক সংস্থাগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র যে আগ্রহী সেটি বোঝানোর অনুরোধ জানিয়েছেন তারা।
এদিকে গত ৯ মে ইসলামাবাদের হাইকোর্ট থেকে ইমরান খানকে আটক করে পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর পুরো দেশে সংঘর্ষ বেঁধে যায়। এর দুইদিন পর দেশটির হাইকোর্ট রায় দেয়, ইমরানের গ্রেপ্তার অবৈধ। আদালতের নির্দেশে পরের দিন মুক্তি পান তিনি।
সূত্র: দ্য ডন