দোয়ারাবাজারে নিজ অর্থায়নে রাস্তা ও শাপলা চত্ত্বর নির্মাণ করলেন গ্রামবাসী
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ করেছেন গ্রামবাসী।
শনিবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসী অধ্যুষিত বীরেন্দ্র নগর (উত্তর) গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কারকৃত রাস্তা ও নির্মীয়মাণ শাপলা চত্বরের ভার্চুয়ালি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী আমিরুল হক আমিন। সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল ওয়াদুদ।
স্বাগত বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী আব্দুল খালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকুর রহমান আশিক।
স্থানীয়রা জানান, গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যায় প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য আমাদের বীরেন্দ্রনগর-ঘিলাছড়া কাচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারিভাবে রাস্তাটি সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেশ প্রবাসী আমিরুল হক আমিনসহ গ্রামবাসীর উদ্যোগে গ্রামের প্রবাসী, বিত্তবান ও ব্যবসায়ীদের অর্থায়নে ভগ্নদশা রাস্তাটি দ্রুত সংস্কার করে গ্রামের তেমুখি পয়েন্টে একটি নান্দনিক শাপলা চত্বর স্থাপন করা হয় সম্প্রতি।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ওই গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়া ও হাফিজুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল মালিক, হাজি তৈয়ব আলী, আওলাদ আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।
লন্ডন প্রবাসী আমিনুল হক আমিন, হাফিজুল ইসলাম জুয়েল ও আব্দুর রউফ, আবুল কালাম,আশিকুর রহমানসহ উপস্থিত গ্রামবাসী বলেন, 'দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলাম। গ্রামের ভেতর থেকে কৃষিপণ্য বাজারে নিতে অধিক ভাড়া গুনতে হতো। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ছিল না। বৃষ্টির পানিতে স্থানে স্থানে গর্ত হয়ে মরনফাঁদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তো। এছাড়া ওই রাস্তাটি এলাকার ১৫-২০টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম। অবশেষে এলাকাবাসীর এসব দুর্ভোগ লাঘবে আমাদের গ্রামবাসী এই উদ্যোগ গ্রহণ করেন।
ভার্চুয়ালি রাস্তা ও শাপলা চত্বর উদ্বোধনকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বীরেন্দ্রনগর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মাণ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এসময় সংস্কারকৃত রাস্তাটি অচিরেই পাকাকরনের বিষয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেন তিনি।