শেষকালে লন্ডনও গেল পল্টনও গেল আর গুলশানও গেল: শেখ হাসিনা

রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেষকালে লন্ডনও গেল পল্টনও গেল আর গুলশানও গেল, এই ছিল তাদের নির্বাচন।

শেখ হাসিনা আরও বলেন  সকালে-বিকেলে তারা মনোনয়ন বদল করেছে।গুলশান থেকে পল্টন থেকে আর লন্ডন থেকে  নমিনেশন দেওয়া হয়েছে। তিনি বলেন, দেখা যায় যখন লন্ডন থেকে নমিনেশন দেওয়া হয় তখন পল্টন থেকে আবার আরেকজনকে দেওয়া হয়।সেই আসনেই আবার গুলশান থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়। লন্ডনেরটা আসলে পল্টনেরটা বাদ, পল্টনেরটা আসলে আবার গুলশান থেকে মনোনয়ন, এভাবেই চলেছে। শেষকালে লন্ডনও গেল পল্টনও গেল আর গুলশানও গেল, এই ছিল তাদের নির্বাচন।

প্রধানমন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে মানুষ পোড়ায়, আন্দোলনের নামে রেল গাড়িতে যাতে দুর্ঘটনা হয়, সে জন্য মৃত্যুফাঁদ তৈরি করে রাখে। মানুষ হত্যা করে, মানুষকে পুড়িয়ে মারে। জিয়াউর রহমান যেমন মানুষ হত্যা করেছে, খালেদা জিয়া এসেও একই কাণ্ড করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, কোটালিপাড়ায় বোমা রেখে দেওয়ার মতো বহু ঘটনা তারা ঘটিয়েছে। ঠিক একইভাবে আজ লন্ডনে বসে হুকুম দেওয়া হচ্ছে। ওখান থেকে হুকুম দেওয়া হয় আর এখান থেকে তাদের দল আগুন দেয়। এই যে আগুন নিয়ে খেলা, এই খেলা ভালো নয়। বাংলাদেশের মানুষ এটা কখনও মেনে নেবে না।