পেয়েও মৌকা, যাঁরা হারালেন নৌকা !
২০২৪ সালের ৭ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়েও মৌকা, অনেক প্রার্থী হারালেন নৌকা ! প্রথমে নিজের দল আওয়ামী লীগ থেকে মনোনয়নের সুযোগ পেয়েও জাপার সাথে সিট ভাগাভাগি করতে গিয়ে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে তাঁদের সরে দাঁড়াতে হলো শেষ সময়ে এসে।
জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলো আওয়ামী লীগ। ফলে এই ৩৩টি আসনে শেষ মুহুর্তে নৌকা হারালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
নৌকার টিকেট পেয়েও হারালেন যারা:
আসন নং |
আওয়ামী লীগের বঞ্চিত প্রার্থী |
ওই আসনে মনোনীত প্রার্থী |
বরিশাল-২ |
সরদার মো: খালেদ হোসেন |
রাশেদ খান মেনন (ওয়াকার্স পার্টি) |
রাজশাহী-২ |
মোহাম্মদ আলী |
ফজলে হোসেন বাদশা (ওয়াকার্স পার্টি) |
সাতক্ষীরা-১ |
ফিরোজ আহম্মেদ স্বপন |
মোস্তফা লুৎফুল্লা |
কুষ্টিয়া-২ |
|
হাসানুল হক ইনু (জাসদ) |
বগুড়া-৪ |
মো: হেলাল উদ্দিন কবিরাজ |
এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ) |
লক্ষ্মীপুর-৪ |
ফরিদুন্নাহার লাইলী |
মোশাররফ হোসেন |
পিরোজপুর-২ |
কানাই লাল বিশ্বাস |
আনোয়ার হোসেন মঞ্জু (জেপি) |
ঠাকুরগাঁও-২ |
মো: মাজহারুল ইসলাম |
হাফিজ উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি) |
কিশোরগঞ্জ-৩ |
মো: নাসিরুল ইসলাম খান |
মুজিবুল হক চুন্নু (জাতীয় পার্টি) |
রংপুর-১ |
মো: রেজাউল করিম রাজু |
হোসেন মকবুল শাহরিয়ার (জাতীয় পার্টি) |
রংপুর-৩ |
তুষার কান্তি মন্ডল |
জিএম কাদের (জাতীয় পার্টি) |
নীলফামারী-৪ |
মো: জাকির হোসেন বাবুল |
আহসান আদেলুর রহমান (জাতীয় পার্টি) |
কুড়িগ্রাম-১ |
মো: আছলাম হোসেন সওদাগর |
মুস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি) |
কুড়িগ্রাম-২ |
মো: জাফর আলী |
পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি) |
নারায়ণগঞ্জ-৫ |
|
সেলিম ওসমান (জাতীয় পার্টি) |
গাইবান্ধা-১ |
আফরুজা বারী |
শামীম পাটোয়ারী (জাতীয় পার্টি) |
গাইবান্ধা-২ |
মাহবুব আরা বেগম গিনি |
মো. আব্দুর রশিদ সরকার (জাতীয় পার্টি) |
সিলেট-৩ |
হাবিবুর রহমান |
মো. আতিকুর রহমান (জাতীয় পার্টি) |
নীলফামারী-৩ |
মো: গোলাম মোস্তফা |
রানা মোহাম্মদ সোহেল (জাতীয় পার্টি) |
বগুড়া-৩ |
মো: সিরাজুল ইসলাম খান রাজু |
নুরুল ইসলাম তালুকদার (জাতীয় পার্টি) |
ব্রাহ্মণবাড়িয়া-২ |
মো: শাহজাহান আলম |
আব্দুল হামিদ (জাতীয় পার্টি) |
চট্টগ্রাম-৮ |
নোমান আল মাহমুদ |
সুলেমান আলম শেঠ (জাতীয় পার্টি) |
বগুড়া-২ |
তৌহিদুর রহমান মানিক |
শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি) |
সাতক্ষীরা-২ |
মো: আসাদুজ্জামান বাবু |
মো: আশরাফুজ্জামান (জাতীয় পার্টি) |
ফেনী-৩ |
মো: আবুল বাশার |
মাসুদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি) |
চট্টগ্রাম-৫ |
মোহাম্মদ আবদুস সালাম |
আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি) |
পটুয়াখালী-১ |
মো: আফজাল হোসেন |
রুহুল আমিন হাওলাদার (জাতীয় পার্টি) |
ময়মনসিংহ-৫ |
মো: আব্দুল হাই আকন্দ |
সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (জাতীয় পার্টি) |
ময়মনসিংহ-৮ |
মো: আব্দুছ ছাত্তার |
ফখরুল ইমাম (জাতীয় পার্টি) |
পিরোজপুর-৩ |
মো: আশরাফুল রহমান |
মো. মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি) |
হবিগঞ্জ-১ |
ডা: মো: মুশফিক হুসেন চৌধুরী |
মো. আব্দুল মুনিম চৌধুরী (জাতীয় পার্টি) |
মানিকগঞ্জ-১ |
মো: আব্দুস সালাম |
জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি) |
বরিশাল-৩ |
সরদার মো: খালেদ হোসেন |
গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি) |