হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ দেখার কৌশল
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্ল্যাটফর্মটি। অনেক আগেই হোয়াটসঅ্যাপ ভুল করে পাঠানো মেসেজ উভয় পক্ষের থেকে ডিলিট করার উপায় এনেছে। অর্থাৎ আপনি ভুল কোনো বার্তা পাঠালে সেটি ডিলিট করতে পারবেন প্রাপককে না জানিয়ে।
এবার সেই ডিলিট করা মেসেজ কি ছিল তাও জানতে পারবেন। তবে এজন্য আপনাকে ব্যবহার করতে হবে থার্ড পার্টি অ্যাপ। এজন্য গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজের মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভালো রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন।
এই অ্যাপগুলো দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলোও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলোকে নিরাপদ বলে দাবি করা হয়।
অ্যাপগুলোর বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাক্সেস নেয়। এই অ্যাপগুলোর দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন।