‘ভয়েস অব পিপল’ এর পক্ষ থেকে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা

বিদায় ২০২৩, স্বাগতম ২০২৪

বিদায় ২০২৩, স্বাগতম ২০২৪

মহাকালের গর্ভ থেকে, মানুষের জীবন থেকে চলে গেল একটি বছর- ইংরেজি ২০২৩ সাল। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২৪। ‘ভয়েস অব পিপল’ এর সকল পাঠক, শুভানুধ্যায়দের ইংরেজি নববর্ষ ২০২৪ সালের শুভেচ্ছা। আমরা আশা করবো প্রতিটি মানুষ ২০২৪ সালে তাঁর লক্ষ্যে পৌঁছুক, থাকুক সুখে। 

মানুষের অনেক সুখ-দু:খের স্মৃতিময় মায়াবী দিনরাতগুলো হারিয়ে গেলো চিরকালের জন্য। অনেকে হারিয়ে ফেললেন তাদের প্রিয় অনেক মানুষ। অনেকের জীবনের যোগ হলো নতুন শিশু। সারা পৃথিবীর মানুষ দেখলো গোটা বছর ধরে ফিলিস্তিন, ইউক্রেনসহ বেশকিছু দেশে শিশু ও নারী হত্যা। রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-সব মিলিয়ে ঘটনাবহুল ছিল ২০২৩ সাল।

জন্মভূমি বাংলাদেশেও গত বছর ঘটে গেলো নানান ঘটনা। নতুন বছরের ৭ জানুয়ারি বাংলাদেশে হতে যাচ্ছে জাতীয় সংসদ ইলেকশন। ২০২৩ সালের এমন হাজারো ঘটনাবহুল সবকিছুই এখন ফেলে আসা দিন। আর ফেলে আসা বছরটি এখন ‘পুরোনো সেই দিনের কথা’। নববর্ষকে আহ্বান জানিয়ে ফুরাবে এ বছরের সব লেনদেন। বিদায় অভাবনীয় আলোড়ন সৃষ্টিকারী ২০২৩। দুঃখ-বেদনা ভুলে নতুন আশায় স্বাগত ২০২৪।