জাদু করার জন্য কবিরাজের কাছে গেলে আল্লাহ ক্ষমা করবেন কি?

জাদু করার জন্য কবিরাজের কাছে গেলে আল্লাহ ক্ষমা করবেন কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। 

আপনার জিজ্ঞাসার ৩০০৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জাদু করার জন্য কবিরাজের কাছে গেলে আল্লাহ ক্ষমা করবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : জাদু করার জন্য কবিরাজের কাছে গেলে আল্লাহ কি ক্ষমা করবেন? ইসলামে তার অবস্থান কী?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জাদু করতে যাওয়া ব্যক্তি ও কবিরাজ দুজনেই কাফির। এটা নিয়ে সন্দেহ নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, জাদু করা কুফরি কাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি জাদু করেন কিংবা কোনো জাদুকরের কাছে যান তাহলে তিনি কুফরি কাজ করলেন। মানে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। কোনো আমলই থাকবে না। সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর সমস্ত অনুগ্রহ থেকে তিনি বের হয়ে যাবেন। আল্লাহর কোনো রহমত তিনি পাবেন না। তিনি আল্লাহর কাছে শয়তান হিসেবেই পরিণত হবেন।