ডা. জাফরুল্লাহর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী রাষ্ট্রের সব সংকটে অকুতোভয় সৈনিক হিসেবে এগিয়ে এসেছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের জন্য ফিল্ড হাসপাতাল করেছিলেন।
এরপর স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসাসেবা দিতে প্রতিষ্ঠা করেছিলেন গণস্বাস্থ্য হাসপাতাল। তাঁর এই অবদানের কথা শোকবার্তায় উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
ডা. জাফরুল্লাহ চৌধুরী যে রাজনীতির মাঠে নানাভাবে সক্রিয় ছিলেন, সে প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে ডা. জাফরুল্লাহ অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি সোচ্চার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে।
বিএনপি মহাসচিব শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।