সিলেট জেলা ও মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

সিলেট জেলা ও মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, বিএনপি-জামাত অগ্নি সস্ত্রাসের মাধ্যমে মানুষ মারার রাজনীতি করে।

বিগত দিনে তারা যেভাবে আগুনে পুড়িয়ে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলার মাটিতে এর পূনরাবৃত্তি হতে দেবে না।


বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় এসময় সিলেট জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি