এবার ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শরণার্থীবিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক
রুয়ান্ডা ইস্যুতে এবার ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শরণার্থীবিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগের পর রবার্ট জেনরিকের ইস্তফা দেবার এ ঘটনা ঘটলো। এর ফলে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার আবারো পড়লো বিপাকে।
গত ৮ ডিসেম্বর পার্লামেন্টে রোয়ান্ডা বিল পেশ করার কয়েক মিনিট আগে সকলকে চমকে দিয়ে পদত্যাগ করেন রবার্ট। বাধ্য হয়ে তার বদলে বিলটি পেশ করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। রবার্ট জানিয়েছেন, রুয়ান্ডা বিল-সংক্রান্ত মতবিরোধের জেরেই তিনি পদত্যাগ করছেন।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাচ্ছেন ব্রিটেনে খুব কড়াভাবে রুয়ান্ডা নীতি কার্যযকর করতে। তাঁর মতে, রুয়ান্ডা নীতির কারণেই গত কয়েক বছরের তুলনায় এ বছর ব্রিটেনে শরণার্থীদের প্রবেশ কমেছে। তবে অনেক এমপি তার এ নীতিতে বিশ্বাসী নন। মূলত এ নিয়ে মতবিরোধের কারনেই শরণার্থীবিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক মন্ত্রী পরিষদ থেকে পদত্রাগ করলেন।
রুয়ান্ডার সাথে চুক্তি অনুযায়ী রুয়ান্ডাকে দফায় দফায় মোট ১৫ কোটি পাউন্ড দেবে ব্রিটেন। পরিবর্তে সেখানে শরণার্থী পাঠানো হবে। ইতিমধ্যে ১৪ কোটি পাউন্ড রুয়ান্ডাকে দেয়া হলে গেলেও এখনো একজন শরণার্থীকে পাঠানো হয়নি। এ দিকে দেশের শীর্ষ আদালতও জানিয়েছে, এই আইন বলবৎ হলে রুয়ান্ডা থেকে শরণার্থীদের জোর করে তাদের নিজের দেশে পাঠানো হতে পারে।